• swaaiswrdu@gmail.com
  • |
  • 01700744909

Social Welfare Alumni Association

“বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন”

সুপ্রিয় এলামনাই, আসসালামু আলাইকুম,
দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। তাদের থাকার মতো জায়গা নেই, খাওয়ার জন্য খাদ্য নেই, নেই ঔষধ, নেই চিকিৎসা। জাতির এ ক্রান্তিলগ্নে আসুন আমরা বন্যা কবলিত অসহায় ও দুস্থ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই । “মানুষ মানুষের জন্য “। আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্ত দের পাশে দাঁড়াই। মহান আল্লাহ্ আমাদের সহায় হোন । সবাই সাবধানে থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।

নিবেদক

ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী
বিপিএম (বার)
সভাপতি

মো: নজরুল ইসলাম
সাধারণ সম্পাদক
সোশ্যাল ওয়েলফেয়ার এলামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এবং
অধ্যাপক ড. গোলাম রব্বানী
কন‌ভেনর, রি‌লিফ ফান্ড ক‌ালেকশান এন্ড ডি‌স্ট্রিবিউশন সাব ক‌মি‌টি।

Click Here For Donation




Contact Us:

Name : Md. Omar Faruq (ALIN)
Phone No : 01700-744909

Share On: